নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের একগাদা ক্রিকেটার খেলেন আইপিএলে। তাদের আইপিএল খেলতে নিজ নিজ বোর্ড থেকে কোন বাধা এমনিতেও নেই। তবে অক্টোবরে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ছিল। সেটা স্থগিত হয়ে যাওয়ায় এবার আইপিএলের পুরোটাই খেলতে পারবেন স্টিভেন স্মিথ, কাইরন পোলার্ডরা। অক্টোবরের ৪, ৬ ও ৯ তারিখ সূচি ছিল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দুদল খেলতে চেয়েছিল এই সিরিজ। করোনাভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় এই সিরিজও স্থগিত হয়ে যাওয়া অনেকটা নিশ্চিত ছিল। গতপরশুই আনুষ্ঠানিক ঘোষণায় সিরিজ স্থগিতের কথা জানিয়ে দেয় সিরিজের আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের ১৩তম আসর। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতেরও একটি টি-টোয়েন্টি সিরিজের সূচি আছে। কিন্তু আইপিএলের সময়ে কখনই ভারত কোন সিরিজ খেলে না। কাজেই এই সিরিজের ভবিষ্যতও অনুমেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।