Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে মার্কিন সামরিক প্রধান

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন সামরিক প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড। তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বৈঠকে এ নিন্দা জানান তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তুরস্কের গণতন্ত্র এবং দেশটির জনগণের প্রতি সমর্থন জানিয়ে অভ্যুত্থান চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন ডানফোর্ড। এ প্রসঙ্গে বিনালি ইলদিরিম বলেন, আমাদের জাতি এবং গণতন্ত্রের বিরুদ্ধে সন্ত্রাসীদের অভ্যুত্থান চেষ্টার বিপক্ষে আমাদের বন্ধু এবং মিত্র যুক্তরাষ্ট্রের পরস্পর মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরে বলা হয়, তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে ভালো যাচ্ছে না তুরস্ক-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের দ্বিতীয় বৃহত্তম শক্তি তুরস্ক। দেশটির দাবি, অভ্যুত্থান চেষ্টার পর নির্বাচিত সরকারের পক্ষে সঠিক অবস্থান গ্রহণে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তাছাড়া তুর্কি কর্তৃপক্ষ মনে করে, এই অভ্যুত্থান চেষ্টার পেছনে নাটের গুরু হিসেবে কাজ করেছে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুরস্কের নেতা ফেতুল্লাহ গুলেন। এ নিয়েই দুই দেশের সম্পর্কের টানাপোড়েন শুরু। ফেতুল্লাহ গুলেনকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত চাওয়া হলেও তাকে ফেরত দেয়নি মার্কিন প্রশাসন। তবে তুরস্কের সঙ্গে অবনতিশীল সেই সম্পর্ক পুনরায় উন্নয়নের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। সে উদ্দেশ্যেই গত সোমবার আঙ্কারা সফর করেছে মার্কিন সামরিক প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড। বৈঠকের আগেই মার্কিন সামরিক প্রধানের মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, সফরে তিনি সাম্প্রতিক অভ্যুত্থান চেষ্টার তীব্র নিন্দা জানাবেন। এদিকে ডানফোর্ডের এই সফরের প্রতিবাদ জানিয়ে রাজপথে মিছিল করেছে তুর্কি জনগণ। বিবিসি, রয়টার্স, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কে মার্কিন সামরিক প্রধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ