বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা ফতেহপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মনির ও মোশাররফের লোকজনের মধ্যে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে বগাদী গ্রামের ফাহিম নামের এক অটো চালককে মারধর করে একই গ্রামের মোশাররফ এর লোকজন।
এই নিয়ে বুধবার সকাল ১১টায় ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেবের নেতৃত্বে বিচার বসে চেয়ারম্যানের কার্যালয়ে। বিচারের শেষ পর্যায়ে শালিসদার জহিরের উপর হামলা করে। এতে মোশাররফ ও ফাহিমের আত্মীয় মনিরের লোকজন আবারো দা.ছুরি, বল্লাম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আড়াইহাজার-গোপালদী সড়ক বন্ধ হয়ে যায়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়। থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণ করেন।
আহতদের মাঝে হোসেন, জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, আল-আমিন, বিল্লাল হোসেন, আলমগীর ও জালাল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।