Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১০৪

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ২:০২ পিএম

রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে একজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৪১ জন।

বুধবার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬০ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৮৪ জন এবং সুস্থ্য হয়েছেন ৭ হাজার ৭৪৩ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানান।
ডা. জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁয় ১ জন, জয়পুরহাট ১৮ জন, বগুড়ায় ৪০ জন ও সিরাজগঞ্জে ২৯ জন।
তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪ হাজার ৯৯৮ জন। এছাড়াও রাজশাহী জেলায় ৩ হাজার ৩৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৯০ জন, নওগাঁয় ৯৫৯ জন, নাটোরে ৫৪৪ জন, জয়পুরহাটে ৭৮০ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৫০১ জন ও পাবনায় ৮৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ১৮৪ জন। এর মধ্যে রাজশাহীতে ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ৪ জন, বগুড়ায় ১০৯ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭ হাজার ৭৪৩ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৫৮৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ২২৮ জন, নওগাঁয় ৮০৩ জন, নাটোরে ২৩৯ জন, জয়পুরহাট ২০৯ জন, বগুড়ায় ৩ হাজার ৬৪৯ জন, সিরাজগঞ্জ ৫৪৪ জন ও পাবনায় ৪৮৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ