Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যালেঞ্জ জিততে চান শফিউল

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সর্বশেষ দু’বছর আগে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছিলেন শফিউল ইসলাম। একসময় তিন ফরম্যাটেই বল হাতে দুর্দান্ত খেলেছেন ডানহাতি পেসারের। এখন অনেকটাই ব্রাত্য শফিউল। আবারও স্বপ্ন দেখেন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার, দলকে ভালো কিছু উপহার দেবার। এবার জাতীয় দলে অন্তর্ভুক্ত হলে নিজের জায়গাটাকে পোক্ত করতে চান শফিউল। ২০১৪ সালের নভেম্বরে শেষবার বাংলাদেশ জাতীয় দলে খেলেছিলেন ডানহাতি এ পেসার। ২০১৫ বিশ্বকাপেও বদলি হিসেবে গিয়েছিলেন শফিউল। তবে ম্যাচে সুযোগ পাননি তিনি। তারপর থেকে আর জাতীয় দলেই ডাক আসেনি তার। ইংল্যান্ড সিরিজের জন্য প্রাথমিক দলের ক্যাম্পে আছেন ২৬ বছর বয়সী এই ডানহাতি পেসার। অন্য সবার মতোই ফিটনেস নিয়ে কাজ করছেন তিনি। জাতীয় দলে ফেরার অপেক্ষায় শফিউল। এবার সেই চ্যালেঞ্জ জিততে চান তিনি।
গতকাল মিরপুর শেরেবাংলায় স্টেডিয়ামে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শেষে সংবাদ মাধ্যমকে শফিউল বলেন, ‘চ্যালেঞ্জিং জিনিসটা খুব ভালো লাগে আমার। পেছনে যতো বেশি মানুষ থাকবে আমি ততো বেশি নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবো। আগে প্রতিযোগিতা কম ছিলো। কিন্তু এখন বাংলাদেশ দলের যে অবস্থা একজনের পেছনে আরো পাঁচজন লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি খারাপ করলে আরেকজন আসবে। তো এটাতে নিজের পারফরম্যান্সটা আরো বেশি ফুটে ওঠে। আমার মনে হয় বাংলাদেশ দলের রেজাল্টটা এই জন্যই এখন অনেক ভালো হয়। তবে দলের একজন বের হয়ে গেলে ওই জায়াগাটায় আবার ফেরাটা খুবই কঠিন। এ জন্যই সবাই শতভাগ দেয়ার চেষ্টা করে। আমি আমার কাজ করে যাচ্ছি। যখন সুযোগ আসবে আমি ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবো।’
ইনজুরির সঙ্গে যেন পুরোনো সখ্যতা রয়েছে শফিউলের। নানা সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ডানহাতি পেসারের ক্যারিয়ার। তবে এবার ইনজুরিমুক্ত থাকার পরিকল্পনা করেছেন তিনি। এ বিষয়ে শফিউল বলেন, ‘এটা সব কারণেই। এটা আমার চেয়ে আপনারাই ভালো জানেন। শেষ দুই-তিন বছর আমি কয়েকটা ইনজুরিতে পড়েছি। আমার মনে হয় ইনজুরির কারণে হবে বা পারফরম্যান্সের কারণেও হতে পারে। তবে শেষের দিকে যে পারফরম্যান্স মোটামুটি ভালোই হয়েছে। এরপর আবার ইনজুরিতে পড়েছি। ইনজুরিতে পড়ার কারণে দলের বাইরে চলে এসেছি। বর্তমানে আমি ফিটনেস নিয়ে কাজ করছি। এবার প্রিমিয়ার লিগে ইচ্ছা ছিলো যেন ইনজুরিতে না পড়ি। পুরো টুর্নামেন্ট যেন খেলতে পারি। তো এমন একটা ইচ্ছা আছে সামনে যেন আর কোনো ইনজুরিতে যেন আর না পড়ি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যালেঞ্জ জিততে চান শফিউল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ