Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ১১:৩৮ এএম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুবরণকারী ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী তসলিম চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। সোমবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডাঃ ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, রোববার করোনা উপসর্গ নিয়ে চমেক হাসপাতালের কোভিড আইসিইউতে ভর্তি হয়েছিলেন ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী। পরে তার নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ পাওয়া গেছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার সৃষ্ট জটিলতায় ভুগছিলেন।
ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের ২১তম ব্যাচের ছাত্র ছিলেন।
বিএমএ সূত্রে জানা গেছে, এ নিয়ে চট্টগ্রামে ১২ জন চিকিৎসক করোনা এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলেন। এছাড়া প্রায় তিন শ চিকিৎসক করোনায় আক্রান্ত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ