Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এখন সময় উদযাপনের’

ভারতে বাংলাদেশের টেস্ট ৮ ফেব্রুয়ারি

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতের মাটিতেই এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি। এরপর ভারত বাংলাদেশে বেশ কয়েকটি সিরিজ খেলে গেলেও বাংলাদেশ কখনো আমন্ত্রণ পায়নি ভারতে সিরিজ খেলার। প্রতিবেশী রাষ্ট্রের সাথে খেলতে না পারার সেই আক্ষেপ এবার ফুরাচ্ছে। ভারতে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত সফরটি হবে ফেব্রুয়ারিতে। ভারতে বাংলাদেশের প্রথম টেস্টের ভেন্যু আগেই জানিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড, এবার জানাল দিনক্ষণ। আগামী ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদে শুরু হবে স্বাগতিকদের বিপক্ষে মুশফিকুর রহিমদের একমাত্র টেস্ট। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান অনুরাগ ঠাকুর আগামী বছরের শুরুতে বাংলাদেশের ঐতিহাসিক সফরের ঘোষণা দেন, ‘শীর্ষ সারির টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বিসিসিআইয়ের দায়িত্ব সব টেস্ট খেলুড়ে দেশকে আমাদের সুযোগ দেওয়া। আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, বাংলাদেশের সঙ্গে টেস্ট, আমাদের ২০১৬-১৭ ঘরোয়া মৌসুমে এটা হবে দারুণ সংযোজন।’ সফর সূচি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় স্বস্তির কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘এটা বিগ রিলিফ তো বটেই। এটা একটা চ্যালেঞ্জ ছিল।’ ক্রিকেটীয় দিক থেকে এক ম্যাচের সিরিজকে খুব বড় করে দেখতে রাজি নন বিসিবি প্রধান, ‘এটা একটা টেস্ট ম্যাচ, অনেক কিছু না। আমাদের ক্রিকেটের উন্নতির জন্য যে বিরাট কিছু, তা না।’ তবে কূটনৈতিক দিক থেকে এটা অনেক বড় ব্যাপার। ভারতে সবচেয়ে কম-৫ টি টেস্ট খেলেছে জিম্বাবুয়ে। তবে ২০০২ সালের পর থেকে আর টেস্ট খেলতে ভারত সফর করা হয়ে উঠেনি দলটির, ‘কিন্তু এক দিক থেকে (এটা) বড় ইস্যু; এই জন্য যে, টেস্ট স্ট্যাটাস পাবার পর এখন পর্যন্ত আমরা ভারতে খেলি নাই। এটা বোর্ডের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। আমি দুই বছর থেকেই বলছিলাম আমরা চেষ্টা করছি।’ শেষ মুহূর্তে সফর পিছিয়ে যাওয়ায় শঙ্কায় জেগেছিল বলে জানান নাজমুল হাসান, ‘আমরাও একটু ভয় পেয়েছিলাম যে, কি হচ্ছে। তবে আমরা আত্মবিশ্বাসী ছিলাম কিন্তু একটুতো ভয় লাগেই।... এখন যেহেতু এটা প্রকাশ করা হয়েছে আমরা খুশি। এই জিনিসটা হল। এটা শুরু হলো। এটা করতে পারলে আমার মনে হয় দুই দেশের জন্যই ভালো হবে।’
এর আগে বিসিসিআইয়ের ট্যুর প্রোগ্রাম ও সূচি কমিটির সভা শেষে ২০১৬-১৭ মৌসুমে ভারতের মাটিতে সিরিজগুলোর ভেন্যু জানানো হয়। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত হলেও তখন তারিখ ঘোষণা করা হয়নি। এই মৌসুমে অভিষেক হচ্ছে ভারতের নতুন ৬টি টেস্ট ভেন্যুর। রাজকোট, বিশাখাপত্মম, পুনে, রাচি, ইন্দোর ও ধর্মশালায় টেস্ট হবে প্রথমবার। এই মৌসুমে দেশের মাটিতে রেকর্ড ছোঁয়া ১৩টি টেস্ট খেলবে ভারত। এর আগে ১৩টি টেস্ট খেলেছিল তারা ১৯৭৯-৮০ মৌসুমে।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী চলতি আগস্টে ভারতে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বিরাট কোহলিদের চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তা সম্ভব হয়নি। এরপর শোনা যাচ্ছিল, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতে যাবে বাংলাদেশ। কিন্তু বিসিসিআই জানায়, ঘরোয়া মৌসুমে সবার আগে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে ভারত সফরে যাবে নিউজিল্যান্ড। এরপর ইংল্যান্ড খেলবে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘এখন সময় উদযাপনের’

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ