Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আযহা উদযাপিত : আনন্দে মাতোয়ারা সবাই

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২০, ৯:৪৬ এএম

যুক্তরাষ্ট্রে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা ও ধরমীয় ভাব গামভিরযের মধ্য দিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আযহা ৩১ জুলাই শুক্রবার উদযাপিত হয়েছে । দেশের মুসলমানরা ঈদ আনন্দে মাতোয়ারা । ঈদের জামাতের পর অনেকেই নিউজারসি, পেনসিলভেনিয়া, কানেটিকাটিকাট সহ কোরবানি করার স্থানে গিয়ে কোরবানি দিয়েছেন । পেনডামিকের কারণে এবার সবখানে খোলা মাঠে ঈদ জামাত আয়োজন করা হয়নি। তবে নিউইয়র্কের নর্থ ব্রঙ্কস মুসলিম কমিউনিটির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে খোলা মাঠে ঈদ জামাতের আয়োজন করা হয়। বিরূপ আবহাওয়া সত্ত্বেও স্থানীয় ওভাল পার্কে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা মুসল্লিরা স্বতঃস্ফুর্তভাবে আসতে থাকেন। মুসল্লিদে জবানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে ঈদগাহ প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। জামাতের পূর্বে উপস্থিত মুসল্লিয়ানদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন নিউইয়র্কের মারকাযুল উলুম ওয়াত তারবিয়ার মাওলানা হামিদুর রহমান আশরাফ। তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে তার নির্দেশিত পথে জীবন পরিচালনা করতে হবে। এক্ষেত্রে কোরবানী আমাদেরকে প্রেরণা যোগায়। তাই ত্যাগ ও কোরবানীর শিক্ষাকে জীবনের সকল স্তরে কাজে লাগাতে হবে। তিনি তার বয়ানে ঈদের জামাত আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানান। বয়ান শেষে বিশাল ঈদের জামাতে তিনি ইমামতি করেন ও বিশ্ববাসীর জন্য আবেগঘন মোনাজাত পরিচালনা করেন। এদিকে নিউইয়রক সিটির পাঁচটি বরো, কুইনস, ব্রংকস, ব্রুকলিন, ম্যানহাটন, স্টেটেন আইসল্যান্ডসহ যুক্তরাষ্ট্রের সবকটি স্টেটের মসজিদে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষঠিত হয়েছে । সামাজিক দুরত্ব বজায় রেখে কুশল বিনিময় করেছেন । ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন । সবাই যে যার সাধ্যমত কোরবানি দিয়েছেন । ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের সহ সভাপতি কবি হাবিব ফয়েজি এ প্রতিবেদককে বলেন, করোনার ছোবলে পড়ে অনেক দেশ কুপোকাত । আমাদের আমেরিকাতেও আমরা ছোবলের শিকার হই । পবিত্র ঈদুল আযহা সবাইকে নিয়ে সুস্থভাবে পালন করতে পারছি আল্লাহর কাছে শোকরিয়া । নিউজারসির আটলান্টিক সিটির সাবেক কাউনসিলম্যান প্রার্থী বাংলাদেশী কমিউনিটি লিডার সুহেল আহমেদ জানান, করোনার মধ্য থেকেও যে যার অবস্থান থেকে দেশের সকলেই পবিত্র ঈদুল আযহা পালন করছেন । এটা আমাদের জন্য অনেক আনন্দের । তিনি যুক্তরাষ্ট্রের সকল সটেটের বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃনদকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

Show all comments
  • তানবীর ২ আগস্ট, ২০২০, ৯:৫৬ এএম says : 0
    সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদুল আযহা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ