Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় থাকবে রোদেলা সকাল ঈদের দিন হালকা বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১২:০১ এএম

ঈদের দিন ঢাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রোদেলা সকাল দিয়েই ঢাকায় ঈদের দিন শুরু হবে। তবে হালকা বৃষ্টি হতে পারে বেলা ১১টার পর। ঢাকার বাইরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদফতরের একজন কর্মকর্তা জানান, গত ২৭ জুলাই থেকে মৌসুমি বায়ু কিছুটা সক্রিয়। যা আগামীকাল শনিবার ঈদের দিন পর্যন্ত ততটা সক্রিয় থাকার সম্ভাবনা কম। সে কারণে বৃষ্টিপাত হলেও হালকা হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, ঈদের দিন সারা দেশে ভারি বর্ষণের সম্ভাবনা কম। তবে ওই দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলে ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এ ছাড়া ময়মনসিংহ বিভাগের আওতায় নেত্রকোনা, শেরপুর, জামালপুর অঞ্চলে মাঝারি অথবা ভারি বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ অঞ্চলে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর বাইরে অন্য বিভাগগুলোতে থেমে থেমে বৃষ্টি হতে পারে, তবে পরিমাণে কম।
আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা পূর্বাভাস বিশ্লেষণ করে জানান, ঈদের দিন ঢাকায় রোদ থাকবে। বেলা ১১টার পর হালকা বৃষ্টি হতে পারে। থেমে থেমে বৃষ্টিপাত বা ভারি বর্ষণের সম্ভাবনা খুবই কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টি

৫ অক্টোবর, ২০২২
১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ