Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাভির করোনাজয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১২:০২ এএম

বার্সেলোনার সাবেক তারকা জাভি হার্নান্দেজ করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর কাতারের ক্লাব আল-সাদের প্রধান কোচ হিসেবে পুনরায় দায়িত্ব পালন শুরু করেছেন তিনি। গতপরশু সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে করোনামুক্ত হওয়ার সুখবরটি জাভি নিজেই দিয়েছেন। ভক্ত ও শুভাকাক্সক্ষীদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে আপনারা (আমার সুস্থতা কামনা করে) যে বার্তাগুলো পাঠিয়েছেন, সেগুলোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’ তিনি যোগ করেছেন, ‘আমি আপনাদের জানাতে চাই যে, আমি সুস্থ হয়ে হয়ে উঠেছি এবং আমার পরিবার ও আল-সাদের কাছে ফিরে এসেছি।’
গেল শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছিলেন স্পেনের হয়ে একটি বিশ্বকাপ ও দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা ৪০ বছর বয়সী সাবেক এই ফুটবলার। সেলফ-আইসোলেশনে থাকাকালীন জাভির শরীরে কোনো উপসর্গ অবশ্য ছিল না। তখন তিনি বলেছিলেন, ‘যখন স্বাস্থ্যসেবাদাতারা আমাকে অনুমতি দেবেন, আমি যত দ্রুত সম্ভব আমার প্রতিদিনের রুটিন এবং কাজে ফিরে আসতে মুখিয়ে থাকব।’
বর্ণাঢ্য খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানার পর গেল বছর আল-সাদের কোচের দায়িত্ব গ্রহণ করেছেন জাভি। চলতি মাসের শুরুতে দলটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাজয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ