Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানি ছাড়ছে বারো হাজার মার্কিন সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১২:০২ এএম

আমেরিকা বলেছে, জার্মানি থেকে তারা ১২ হাজার সেনা প্রত্যাহার করবে এবং রাশিয়াকে মোকাবেলার জন্য ইউরোপের বিভিন্ন দেশে সেসব সেনা মোতায়েন করা হবে। পেন্টাগন থেকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার একথা জানান। তিনি বলেন, কংগ্রেসে এ পরিকল্পনা ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে এবং ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। এসপারের তথ্য মতে- জার্মানি থেকে আমেরিকা ১১ হাজার ৯০০ সেনা প্রত্যাহার করবে। এতে জার্মানিতে মার্কিন সেনাসংখ্যা দাঁড়াবে ২৪ হাজারে। বর্তমানে দেশটিতে ৩৬ হাজার মার্কিন সেনা রয়েছে। এর আগে আমেরিকা ঘোষণা করেছিল যে, জার্মানি থেকে তারা সাড়ে নয় হাজার সেনা প্রত্যাহার করবে। সমালোচকরা বলছেন, জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে কয়েকশ কোটি ডলার খরচ হবে। এছাড়া, ইউরোপে রাশিয়ার মোকাবেলায় আমেরিকার অবস্থান দুর্বল হবে। রিপাবলিকান সিনেটর মিট রমনি এক বিবৃতিতে বুধবার বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত মারাত্মক ভুল। এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ