Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৃশংসভাবে ভারতীয় নার্স হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১২:০২ এএম

কাজ শেষে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে খুন হয়েছেন এক ভারতীয় নার্স। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ফ্লোরিডার ব্রোওয়ার্ড হেলথ কোরাল স্প্রিংস হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃত নার্সের নাম মেরিন জয় (২৬)। তিনি ভারতের কেরালের বাসিন্দা। কর্মস‚ত্রে তিনি থাকতেন আমেরিকায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হাসপাতাল থেকে ডিউটি শেষে বেরনো মাত্রই মেরিনের উপর ঝাঁপিয়ে পড়ে এক দুর্বৃত্ত। ছুরি দিয়ে মেরিনকে বারবার কোপাতে থাকে সে। সেখানেই শেষ নয়। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর গাড়ি দিয়ে ধাক্কাও মারে মেরিনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নার্সের। পরে জানা যায়, আততায়ীর নাম ফিলিপ ম্যাথু। ৩৪ বছরের ওই ব্যক্তি আমেরিকার মিশিগানের বাসিন্দা। মঙ্গলবারই হাসপাতালে শেষ নাইট শিফট ছিল মেরিনের। সেটা যে তার জীবনের শেষ ডিউটি হবে, কে বা জানত। টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নার্স-হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ