Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২শ’ ৫০ গ্রাম দুধ দিচ্ছে পাঁঠা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১২:০২ এএম

পাঁঠা দুধ দিচ্ছে? তাও আবার নিয়মিত! এ ঘটনা ভারতের রাজস্থান রাজ্যের ঢোলপুর শহরে। জানা গেছে, পাঁঠাটি প্রতিদিন ২শ থেকে ২শ ৫০ গ্রাম দুধ দিচ্ছে। গণমাধ্যম জানিয়েছে, ঢোলপুরের ওই পাঁঠাটি এখন রীতিমতো দেশটির সংবাদ মাধ্যমের শিরোনামে পরিণত হয়েছে। কীভাবে একটি পাঁঠা দুধ দিতে পারে, তা নিয়েই মানুষের কৌতূহল। পাঁঠার মালিকের নাম রাজীব কুশাওয়া। ঢোলপুরের সন্নিকটে গুরজা গ্রামের বাসিন্দা তিনি। গণমাধ্যমকে তিনি বলেন, আড়াই মাস বয়সে পাঁঠাটিকে কেনেন তিনি। এরপর ছয় মাস কেটে গেলেও বোঝা যায়নি কিছু। তারপর থেকেই দেখা যায় পাঁঠাটির স্তন বাড়ছে। তারা দুধ বের করার চেষ্টা করেন এবং তাতে সফলও হন। বর্তমানে প্রতিদিন ২০০-২৫০ গ্রাম দুধ দিচ্ছে পাঁঠাটি। রাজীবের প্রতিবেশীরা জানান, কোনো পাঁঠা দুধ দিচ্ছে-কোনোদিনও তা চোখে দেখিনি। আর তাই আমি নিজেই দুধ দোহনের চেষ্টা করি। পরে দেখি সত্যিই পাঁঠাটি দুধ দিতে সক্ষম। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁঠা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ