Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেড রোডের ঈদ জামাত স্থগিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১২:০২ এএম

কলকাতায় সবচেয়ে বেশি জমায়েত হওয়া রেড রোডের সেই জমায়েত স্থগিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের ইমামরা বাধ্য হয়েছেন এ বছর জমায়েত স্থগিত করতে। কলকাতার নাখোদা মসজিদের কাজমি ইমাম মহম্মদ সাফি বলেন, করোনার সংক্রমণ মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে তা মেনেই এবছর রেড রোডে ঈদের নামাজ পড়া হবে না। ঈদ উৎসবে আনন্দে মাতোয়ারা হয় পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত এলাকাগুলো। রাজাবাজার থেকে শুরু করে খিদিরপুর, মেটিয়াব্রুজ, একবালপুর, নারকেলডাঙা, পার্ক সার্কাসসহ মুসলিম অধ্যুষিত এলাকা। লাখ লাখ মুসলিমের সমাগম হয় এ সব অঞ্চলে। তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে। এবার রাজ্যের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্যে তৃতীয় বারের জন্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল যাচ্ছে। এ অবস্থায় চাপে পড়েই ঈদ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ-জামাত-স্থগিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ