বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ সকাল সাড়ে পাঁচটার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে শহরের সবুজবাগ এলাকার গৌতম দাস (৬২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গৌতম দাস জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হয়, আজ সকাল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ রাতে পটুয়াখালীতে প্রাপ্ত রিপোর্টে মৃত গৌতম দাসের নমুনা করোনা পজিটিভ সনাক্ত হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছেন।
পটুয়াখালী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত পটুয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৯৮এবং মৃত ব্যক্তির সংখ্যা ছিল ২৯জন, আজ রাতে নতুন করে ১২জন করোণা পজিটিভ শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা ১০১০ এবং এর মধ্যে সকালে মারা যাওয়া গৌতম দাসের নমুনার রিপোর্ট পজিটিভ হওয়ায় মৃতের সংখ্যা ৩০ এ পৌঁছল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।