Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সাকে নিয়ে সতর্ক নাপোলি

এবার আতালান্তা শিবিরে ধাক্কা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১২:০২ এএম

ইন্টার মিলানের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে না পারার মাশুল দিতে হয়েছে হেরে। সিরি ‘আ’র ম্যাচে দলের খেলায় প্রাণের ঘাটতি চোখে পড়েছে নাপোলি কোচ জেন্নারো গাত্তুসোর। ম্যাচটি ২-০ গোলে হেরে যায় দল। আগামী ৭ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বার্সেলোনার মুখোমুখি হবে নাপোলি। ম্যাচটিকে সামনে রেখে তাই খেলোয়াড়দের সতর্ক করে দিলেন ইতালিয়ান দলটির কোচ।
প্রথম পর্বে নিজেদের মাঠে বার্সেলোনার সঙ্গে ১-১ ড্র করেছিল নাপোলি। মূল্যবান একটি অ্যাওয়ে গোল থাকায় ফিরতি লেগে কিছুটা এগিয়ে আছে কিকে সেতিয়েনের দল। সেই সঙ্গে দলে আছেন লিওনেল মেসির তমো একজন, যিনি একাই পারেন ম্যাচের মড়ো ঘুরিয়ে দিতে। ইউরোপ সেরার মঞ্চে যেন সুযোগ হাতছাড়া না হয়, ফরোয়ার্ডদের সেই তাগিদ দিলেন গাত্তুসো, ‘বার্সেলোনা পুরোপুরি ভিন্ন ধরনের দল। ইন্টার খুবই শক্তিনির্ভর ও আগ্রাসী, কিন্তু বার্সেলোনা পাসিংয়ে আরও বেশি ভালো। বিশেষ করে মেসি। নিজেদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে। কেননা, আমরা সুযোগগুলো তৈরি করছি, কিন্তু কাজে লাগাতে পারছি না; আমাদের খেলায় প্রাণের ঘাটতি থাকছে। ইন্টারের বিপক্ষে যে দুটি গোল খেয়েছি, সেগুলো এড়ানো যেত এবং যে সুযোগগুলো তৈরি করেছি, সেগুলোতে সফল হতে পারিনি; খেলায় প্রাণের ঘাটতি থাকলে এটা হয়। আমাদের খেলায় প্রাণ ছিল, কিন্তু আমরা পরে সেটা হারিয়েছি। সেটা আমাদের ফিরে পাওয়া দরকার।’
২০১৯-২০ মৌসুমের ইতালিয়ান কাপের শিরোপা জিতলেও লিগে নাপোলি ভালো অবস্থায় নেই। ৩৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা। হাতে মাত্র এক ম্যাচ বাকি থাকায় নাপোলির লিগে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে সরাসরি খেলার আশা শেষ হয়েছে অনেক আগেই।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচ নিয়ে চলছে চোট-চোট খেলা। দু’দিন আগে ভয়ঙ্কর এক ট্যাকেলে ইউরোপ সেরার মঞ্চ থেকে ছিটকে গেছেন পিএসজির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এবার তাদের প্রতিপক্ষ চমক জাগানো পারফরম্যান্সে মুগ্ধ করে চলা আতালান্তা শিবিরেও ধাক্কা। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে ছিটকে গেছেন মিডফিল্ডার ইয়োসিপ ইলিচিচ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পিএসজির বিপক্ষে তাকে পাওয়ার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির কোচ জান পিয়েরো গাসপেরিনি।
ইতালির শীর্ষ লিগ সেরি আয় দলের টানা ১৭ ম্যাচ অপরাজিত পথচলায় ১৫ গোল করেছেন ইলিচিচ। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন পাঁচটি। আর চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে উঠে আসার পথে তিনি করেছেন পাঁচ গোল। আগামী ১২ আগস্ট ইউরোপ সেরা প্রতিযোগিতায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে আতালান্তা। তবে গত ১১ জুন লিগে জুভেন্টসের বিপক্ষে ম্যাচের পর থেকে দলের বাইরে আছে স্লােভেনিয়ার এই মিডফিল্ডার। গোড়ালির গাঁটের চোঠে ভুগছেন তিনি। সংবাদ সম্মেলনে ইলিচিচকে পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানান কোচ গাসপেরিনি, ‘মৌসুমের এমন গুরুত্বপূর্ণ সময়ে মূল খেলোয়াড়দের না পাওয়াটা হতাশাজনক। কিছু দিন দুভান জাপাতাকে ছাড়া খেলছি, আর এখন ইলিচিচ ছিটকে গেল। সময় যত যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে তাকে পাওয়ার সম্ভাবনা তত কমে যাচ্ছে। পিএসজি ম্যাচের আগে তাকে প্রস্তুত করে তোলা ভীষণ কঠিন হবে।’
লুইস মুরিয়েলের সঙ্গে যুগ্মভাবে দলের সর্বোচ্চ ১৮ গোল করা জাপাতার পর এবার ইলিচিচকে ঘিরে অনিশ্চয়তা। তবে দলের শক্তির ওপর ভরসা আছে কোচের। গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াও ভালো করতে আশাবাদী তিনি, ‘পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে দল ভালো করছে এবং ভিন্ন ধরনের এক ভারসাম্য খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। কারণ, আমাদের কয়েক ধরনের খেলোয়াড় আছে; যেমন, মারিও পাসালিচ, গোমেস ও মালিনোভস্কি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাপোলি

২৫ সেপ্টেম্বর, ২০২১
৬ ডিসেম্বর, ২০২০
২০ ফেব্রুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ