মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘আল্লাহর কাছে বলেছিলাম কোনোদিন গরিবের থেকে এক পয়সাও নেব না। তাদের সেবা করতেই ক্লিনিকে থাকব।’ জীবনভর এ কথা বলে যাওয়া মিসরের চিকিৎসক মোহাম্মদ মাশলি মঙ্গলবার ৭৬ বছর বয়সে ইন্তেকাল করেন। প্রতিবেদন থেকে জানা গেছে, ‘সত্যিকারের’ গরীবের ডাক্তার বলে পরিচিত মাশলিকে শেষ শ্রদ্ধা জানাতে শত শত মানুষ এদিন বেহেইরা অঞ্চলে জড়ো হন। সেখান থেকে তার লাশ নেয়া হয় কর্মস্থলে, যেখানে জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়ে গেছেন। মাশলি গরিবের থেকে অর্থ তো নিতেনই না, অন্যদের থেকেও নামমাত্র ফি নিতেন, ৫ মিসরীয় পাউন্ড! মৃত্যুর আগেই মিশরে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন বর্ষীয়ান এই চিকিৎসক। দেশটির একাধিক টিভিতে তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়েছে। সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান তাকে সম্মান জানিয়েছে। মাশলির এক সাক্ষাৎকার দেখে একবার গোটা মিসর কেঁদেছিল। পিছিয়ে পড়া একটি অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেন সেই সাক্ষাৎকারে। আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।