বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় এক দিনে সর্বোচ্চ ৫৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর আগে গত ১৯ জুলাই দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জন শনাক্ত হয়েছিল।
গতকাল মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জেলার ১৮৭টি নমুনা পরীক্ষা শেষে রাতে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় থেকে রাত সাড়ে ১১টায় জানানো হয়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে জেলার কুষ্টিয়া সদরে ৩৭, দৌলতপুরে ৭, কুমারখালীতে ৫, খোকসায় ৪ জন, মিরপুরে ৩ ও ভেড়ামারায় ১।
তাঁদের মধ্যে পুরুষ ৪৭ জন ও নারী ১০ জন। জেলায় এ নিয়ে ১ হাজার ৪৭৯ জন কোভিড রোগী শনাক্ত হলেন। আর মারা গেছেন ৩২ জন।
সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, সবার প্রতি অনুরোধ, আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সব সময় মুখে মাস্ক ব্যবহার করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।