Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৮ আগস্ট থেকে লঙ্কান প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১২:০১ এএম

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল গুঞ্জন। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর শুরু হবে আগামী ২৮ অগাস্ট। ২০১২ সালের পর শ্রীলঙ্কার প্রথম কোনো বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট হতে যাচ্ছে এটি। শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটির সভা শেষে গতকাল পাঁচ দলের এই টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ জানানো হয়।
সবকিছুই নির্ভর করছে অবশ্য সরকার ও স্বাস্থ্য বিভাগের অনুমতি পাওয়ার ওপর। যদিও এক মাসের বেশি সময় ধরে শ্রীলঙ্কায় কারফিউ কিংবা লকডাউন নেই। ৭০ জন বিদেশি ক্রিকেটার ও ১০ শীর্ষ কোচ এই টুর্নামেন্টে তাদের থাকার কথা নিশ্চিত করেছেন, বলা হয়েছে লঙ্কান বোর্ডের বিবৃতিতে। টুর্নামেন্টের দলগুলি হলো কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা। ম্যাচ হবে ২৩টি। দেশের চারটি ভেনুতে খেলা হবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লঙ্কান-প্রিমিয়ার-লিগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ