বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জেলা প্রশাসকের করোনা পজেটিভ ফলাফল এসেছে বলে নিশ্চিত করেছেন। মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে জেলা প্রশাসকসহ ১৪ জন করোনা পজেটিভ ফলাফল আসে।
জেলা স্বাস্থ্য বিভিাগ সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের ৮ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সবগুলো নমুনার মধ্যে জেলা প্রশাসনের নমুনায় রিপোর্ট পজেটিভ আসে। এছাড়াও গত ২৬ জুলাই মোট ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয় তাদের মধ্যে ১৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এ পর্যন্ত জেলায় মোট ৩০২ জন করোনা পজেটিভ হয়েছেন। মারা গেছেন ৬ জন।
করোনা পজেটিভ হওয়ার কথা স্বীকার করে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সকলের কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।