Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উভচর বিমানের সফল উড্ডয়ন

স্থানীয় প্রযুক্তিতে তৈরি এজি৬০০ চীনা বিমানটি জটিল আবহাওয়ায় উড়তে সক্ষম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের মহামারির মধ্যেই বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন সম্পন্ন করেছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার সমুদ্রের বুকে বিশাল ওই বিমানটির পরীক্ষা চালায় বেইজিং। এর আগে ২০১৭ সালে বিমানটি প্রথম আকাশে ওড়ে এবং ২০১৮ সালে একে একটি বিল থেকে পরীক্ষাম‚লকভাবে ওড়ানো হয়। এজি৬০০ চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ পরিসরের ‘বিমান পরিবারের’ সদস্য। এই পরিবারের কোড নেম হচ্ছে ‘খুনলুং’। এই পরিবারের অন্য দুই সদস্য হচ্ছে ওয়াই-২০ এবং সি-৯১৯। কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, চীনের স্থানীয় প্রযুক্তিতে তৈরি এজি৬০০ নামের দূরপাল্লার বিমানটি জটিল আবহাওয়াতেও উড়তে সক্ষম। রবিবার সকালে পূর্ব চীনের শানতুং প্রদেশের ছিংতাওয়ে সমুদ্রের ওপর সফলভাবে উড়েছে বিমানটি। ছিংতাওয়ের সমুদ্র থেকে এদিন সকাল ১০টা ১৮ মিনিটে উড্ডয়ন করে এটি সফলভাবে প্রায় ৩১ মিনিটের টেস্ট ফ্লাইট সম্পন্ন করে। সমুদ্র থেকে বিমানটির সফল পরীক্ষামূলক উড্ডয়ন ও টেস্ট ফ্লাইট সম্পন্ন করাকে এর আরও উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন সমুদ্র থেকে টেস্ট ফ্লাইট সম্পন্ন হওয়ার পর বিমানটিকে আরও বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সব পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল একে আনুষ্ঠানিকভাবে অপারেশনে নামানো হবে। ২০০৯ সালে এজি৬০০ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছিল। বিশেষ মিশনের জন্য উপযোগী করে তৈরি চীনের প্রথম সুপরিসর বেসামরিক বিমান এটি। একে দাবানল নেভানো, সমুদ্রে উদ্ধার-অভিযান চালানোর উপযোগী করে তৈরি করা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট।



 

Show all comments
  • মারিয়া ২৯ জুলাই, ২০২০, ১:৫৫ এএম says : 0
    এটা খুব ভালো একটা আবিষ্কার
    Total Reply(0) Reply
  • কিরন ২৯ জুলাই, ২০২০, ১:৫৬ এএম says : 0
    অধিকাংশ নতুন নতুন জিনিস চীনারাই আবিষ্কার করে
    Total Reply(0) Reply
  • তুষার ২৯ জুলাই, ২০২০, ১:৫৮ এএম says : 0
    জন্য চায়নার আজকে সারা বিশ্বে রাজত্ব করছে
    Total Reply(0) Reply
  • Md.imran khan ২৯ জুলাই, ২০২০, ৯:২৪ এএম says : 0
    Thanks for all
    Total Reply(0) Reply
  • ash ৩০ জুলাই, ২০২০, ৬:০৩ এএম says : 0
    NIJOSHO PROJUKTITE BANGALADESH JODI AKTA TRAIN ER BOGI BANATE PARTO? TAO DESHER MANUSH MONTAKE AKTU SHANTONA DITE PARTO
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনা-বিমান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ