Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্বাস বন্ধ হয়ে ৪৩ গরুর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১২:০১ এএম

ভারতে পথে-ঘাটে আর হাট বাজারে শুধু গরু আর গরু। কিছু রাজ্যে তো এমন অবস্থা মানুষ আর গরু সমান সমান। যেহেতু সেখানে গরু জবাই নিষিদ্ধ তাই বয়স্ক আর অলাভজনক গরুগুলোকে ছেড়ে দেয়া হয়। যার কোনো মালিকও থাকে না। কারণ শুধু খাওয়ানোর জন্য তো আর কেউ পশুগুলোকে পালন করবে না। আর এই কারণে গরুর প্রতি দিন দিন বিরক্ত হয়ে উঠছে সে দেশের মানুষ। আর এই কারণেই এসব পশুদের ওপর পাশবিক অত্যাচার ভারতে এখন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার ছোট্ট একটি ঘরে বন্দী থাকা অবস্থায় দমবন্ধ হয়ে মৃত্যু হল ৪৩টি গরুর। এই মর্মান্তিক ঘটনাটি ভারতের ছত্তীশগড়ের বিলাসপুর জেলাটর তখতপুর ব্লকের মেদপার গ্রামের পুরনো পঞ্চায়েতে অফিসে ঘটেছে। সেখানে একটি ছোট্ট ঘরে একসঙ্গে রাখা হয়েছিল ৬০টি গরুকে। তার মধ্যে ৪৩টি গরুই দমবন্ধ হয়ে মারা যায়। পূবের কলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরুর-মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ