Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন রিপাবলিকানদের ট্রিলিয়ন ডলারের প্রস্তাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১২:০২ এএম

করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত এক ট্রিলিয়ন বা এক হাজার কোটি ডলার ব্যয়ের প্রস্তাব দিয়েছে মার্কিন রিপাবলিকান দলের সদস্যরা। তবে ডেমোক্র্যাটরা বলছেন করোনার ধাক্কা সামলানোর জন্য এই অর্থ অপর্যাপ্ত। জানা গেছে, রিপাবলিকান সদস্যরা চাইছেন এই হাজার কোটি ডলারের মধ্যে ১০০ বিলিয়ন দেয়া হবে স্কুলে। এছাড়া প্রত্যেক মার্কিন নাগরিককে ১২০০ ডলার করে দেয়ার পরিকল্পনাও আছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভাইরাস সামলাতে প্রায় আড়াই হাজার কোটি ডলার ব্যয় করেছে। ব্যবসা ও গৃহস্থালিতেও অর্থ দিয়েছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, আসছে বসন্ত পর্যন্ত আরো অর্থ ঢালতে হবে যুক্তরাষ্ট্র সরকারের। সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থনৈতিক-ক্ষতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ