বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জের বরিশুর এলাকায় একটি নকল শিশু পন্য উৎপাদনের কারখানার সন্ধান লাভ। পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত ওই কারখানাটিকে তিন লক্ষ টাকা জরিমানা করেছেন এবং কারখানাটিকে সিলগালা করেও দিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেসা আক্তারের নেতৃত্বে আজ মঙ্গলবার দুপুরে এ্যাকটিভ ফেয়ার নামে কারখানাটিতে অভিযান চালানো হয়। কারখানাটিতে দীর্ঘদিন যাবত শিশুদের নকল ভিজা টিস্যু,নিপেল,ফিডার,হারপিক,কটন বার্ড,আতরসহ বিভিন্ন নামী -দামি ও চায়না পন্যের হুবুহু নকল পন্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল কারখানার মালিক। অভিযানের সময় কারখানার মালিক আনোয়ার হাবীব উপস্থিত না থাকায় কারখানার ম্যানেজার মাসুমের মাধ্যমে এই জরিমানার টাকা নগদ আদায় করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম,মোয়াব্বের হোসেন রাজিব,বেঞ্চসহকারী উজ্জল বরুয়া প্রমুখ। ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেসা আক্তার বলেন, কারখানাটিতে অনুমোদন বিহীনভাবে বিভিন্ন নকল শিশু পন্য উৎপাদন করে আসছিল। এসব পন্য উৎপাদন করতে হরে পরিবেশের ছাড়পত্র নেয়া দরকার। কিন্তু কারখানাটির এসবের কিছুই নাই। তাই আমরা পরিবেশ সংরক্ষন আইনে তাদের শাস্তিযোগ্য অপরাধে কারখানাটিকে তিন লক্ষ টাকা জরিমানা ও কারখানাটিকে সিলগালা করে দিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।