প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চলচ্চিত্র পরিচালক আফতাব খান টুলু। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।
'সবাইতো সুখী হতে চায়' খ্যাত এই নির্মাতার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। তার মৃত্যুতে সিনেমা পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক পরিবেশ সমিতি সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো।
করোনায় আক্রান্ত হয়ে গেল কয়েকদিন ধরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন আফতাব খান টুলু। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। আর সেখানেই নির্মাতার জীবন প্রদীপ নিভে গেলো।
১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত 'দায়ী' সিনেমা দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে আফতাব খান টুলুর। পরে 'সবাই তো সুখী হতে চায়', 'সতীপুত্র আব্দুল্লাহ', 'ভালোবাসা ভালোবাসা', 'দুনিয়া', 'ফুল আর কাঁটা'সহ অসংখ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি।
আজ (২৮ জুলাই) বিকেলে রায়ের বাজারের বদ্ধভূমি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।