Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরের কৃতি সন্তান পবিপ্রবি’র উপাচার্য করোনা মুক্ত

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৯:৩৮ এএম | আপডেট : ১১:০৬ এএম, ২৮ জুলাই, ২০২০

ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ ১২ দিন চিকিৎসা শেষে অবশেষে করোনা মুক্ত হয়েছেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক( অতিরিক্ত দায়িত্ব )ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম জানান, গতকাল ২৬ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ফলোআপ রিপোর্টে নেগেটিভ এসেছে। উল্লেখ্য গত ১৩ ই জুলাই বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে অসুস্থতার কারণে সস্ত্রীক নমুনা প্রদান করেন উপাচার্য। উপাচার্যের ফুসফুসে ইনফেকশন থাকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি সহায়তায় বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে পরবর্তীতে ১৪ জুলাই ঢাকায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিনের চিকিৎসা শেষে অবশেষে করোনা জয়ী হলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মো. হারুনর রশীদ । এদিকে করোনা থেকে মুক্ত হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ তার ও তার স্ত্রীর রোগ মুক্তির জন্য যেসকল সম্মানিত ব্যক্তিবর্গ দোয়া ও সহমর্মিতা জানিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব ) ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ