পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পাটকল আধুনিকায়নে ২৪০৮ কোটি টাকা ঋণ চেয়ে চীনকে চিঠি দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সোনালি আঁশে সসৃদ্ধ অর্থনীতির স্বপ্নে স্বাধীনতার পরের বছর ১৯৭২ সালে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠাকালে বিজেএমসির আওতায় ৭০টিরও বেশি পাটকল ছিল। কিন্তু ধারাবাহিক লোকসানের কারণে মিলের সংখ্যা কমতে থাকে।স¤প্রতি সেই পাটকলগুলোও বন্ধ ঘোষণা করে সরকার। এর মধ্যে থেকে তিনটি পাটকল আধুনিকায়ন করার লক্ষ্যে ব্যালেন্সিং মডার্নাইজেশন রিহ্যাবিলাইজেশন অ্যান্ড এক্সপানেশন অব দ্যা পাবলিক সেক্টর জুট মিলস অব বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন প্রকল্পের আওতায় ২৮ কোটি ডলার (প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪০৮ কোটি টাকা) ঋণ চেয়ে চীনকে চিঠি দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এই ঋণের টাকায় আধুনিকায়ন ও নতুন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে তিনটি পাটকলকে। এতে করে বেকার হয়ে যাওয়া অনেক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ প্রকল্প একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে বলে জানা গেছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা) মো. অলিউল্লাহ জানান, কিছু পাটকল আধুনিক করে চালু করতে চাই। এ নিয়ে চীনের সঙ্গে আমাদের একটি সমঝোতা স্মারক সই (এমইউ) হয়েছে। কীভাবে পাটকল লাভজনক করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি, কারণ পাটকলে কর্মরত লোকজনকে দক্ষ করতে রাষ্ট্রের অনেক টাকা খরচ হয়েছে।তাদের কীভাবে কাজে ফেরানো যায় সে বিষয়ে আমরা কাজ করছি। আমরা একটি রূপরেখা ঠিক করছি। আমরা দক্ষ লোকগুলো ছেড়ে দিতে পারি না। সর্বশেষ পাটকলগুলোতে প্রায় ২৫ হাজার শ্রমিক কর্মরত ছিলেন। পাটকলগুলোর যন্ত্রপাতি ৫০ থেকে ৬০ বছরের পুরাতন। এতে লোকসান বেশি হচ্ছে। প্রতিষ্ঠার ৪৮ বছরের মধ্যে ৪৪ বছরই লোকসানে ছিল বিজেএমসি। বর্তমানে সংস্থাটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এ জন্য পাটকল আধুনিক করতে চীনের সহায়তা চাওয়া হয়েছে।
##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।