পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা দেশের সোনা এই স্লোগানকে সামনে রেখে সান্তাহারে মৎস্য চাষিদের নিয়ে আলোচনা ও তাদের মাঝে বিলুপ্তিপ্রায় বিভিন্ন প্রজাতির দেশি পোনা মাছ বিতরণ করা হয়।
গত রোববার বিকালে সান্তাহার প্লাবন ভূমি উপকেন্দ্রের উদ্যোগে এলাকার মৎস্য চাষিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্লাবন ভূমি উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক মৎস্য কর্মকর্তা ড. ডেভিড রিন্টু দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় কুমার পাল। উপস্থিত ছিলেন প্লাবন ভূমি উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা মালিহা প্রমুখ।
আলোচনা শেষে এলাকার ১৫ জন মৎস্য চাষির মাঝে বিলুপ্তিপ্রায় দেশি প্রজাতির ভেদা (নুনা), আইকর, পবদাসহ বিভিন্ন প্রজাতির ৩০ হাজার পোনা মাছ বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।