Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হালের বলদ না থাকায়...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

ট্রাক্টর কেনার প্রশ্নই নেই। বলদ ক্রয় বা ভাড়া নিয়ে চাষ করবেন, সে অবস্থাও নেই। অগত্যা দুই মেয়েকে দিয়েই লাঙ্গল টানাচ্ছেন গরিব কৃষক। সোশ্যাল মিডিয়ায় এমনই ভয়ানক, করুণ একটি ভিডিও আপলোড করেন এক ব্যক্তি। আর সেটি নজরে পড়ে বলিউড অভিনেতা সোনু সুদের। বিষয়টি জানার পরই গরিব ওই কৃষককে সাহায্যের জন্য এগিয়ে আসেন তিনি। ভিডিওটি শেয়ার করে ওই ব্যক্তি লিখেছেন, ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের মদনাপাল্লে এলাকার। করোনার মতো মহামারীতে এই চাষীর অনেক ক্ষতি হয়েছে। চাষের জন্য বলদ ভাড়া করার পয়সা নেই। অগত্যা মেয়েদের দিয়ে জোর করে লাঙ্গল টানাচ্ছেন। এরপরই ভিডিওটি দেখে ওই কৃষক পরিবারের জন্যও ত্রাতা হয়ে উঠলেন সোনু সুদ। পাল্টা টুইটে লিখলেন, ‘দুটো বলদ নয়, ওই পরিবারের একটা ট্রাক্টরের প্রয়োজন। আমি একটা পাঠাচ্ছি। সন্ধ্যের মধ্যেই পৌছে যাবে।’ সোনুর এভাবে গরিব মানুষের পাশে থাকার উদ্যোগ দেখে অভিভূত নেটিজেনরা। হিন্দুস্তান টাইমট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরিব-কৃষক

২৮ জুলাই, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ