Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হন্তারক পিতা বললেন- উপায় ছিল না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

মদ্যপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মধ্য রাতে তাকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন এক বৃদ্ধ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের জলপাইগুড়ি শহরের পশ্চিম অরবিন্দ নগর এলাকায়। এরই মধ্যে ছেলে হত্যার অভিযোগে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। জলপাইগুড়ির অরবিন্দনগরের ৭৩ বছরের বৃদ্ধ অনিল দেবনাথ। পেশায় সবজি বিক্রেতা তিনি। প্রতিবেশীরা জানান, ওই বৃদ্ধের ছেলে মদ্যপ। প্রায় দিনই মদ খেয়ে বাড়ি ফিরে বাবা, মা, স্ত্রী ও সন্তানের ওপর অত্যাচার করতেন তিনি। বিভিন্নভাবে ওই যুবককে বোঝানোর চেষ্টা করেছে পরিবারের সদস্যরা। তবে, তাতে কোনো কাজ হয়নি। নিহতের অত্যাচারের মাত্রা দিনদিন বেড়েই যাচ্ছিল। এ পরিস্থিতিতে রবিবার রাতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেন তিনি। এরপর ভোর হতেই হাজির হন থানায়। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হন্তারক-পিতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ