মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমার সেনাবাহিনী ও স্বাধীনতাকামী শান স্টেট আর্মি-নর্থ (এসএসএ-এন)-এর সঙ্গে সংঘর্ষে শান রাজ্যের উত্তরাঞ্চলে শিপাও টাউনশিপ থেকে সম্প্রতি দুশতাধিক মানুষ পালিয়ে গেছে। এসএসএ-এন হলো শান স্টেট প্রগ্রেস পার্টির সশস্ত্র শাখা। নার ওন গ্রামের কাছে সংঘর্ষ শুরু হয়। ফলে সেখান থেকে লোকজন ১১ কিলোমিটার দূরে সাউং কাই গ্রামে পালিয়ে যায়। শান রাজ্যের এমপি সি খাম মং বলেন, সিপাও শহর থেকে ৫০ কিলোমিটারের বেশি দূরে এই সংঘর্ষ হয়। সেখান থেকে দুই শয়ের বেশি মানুষ পালিয়ে গেছে। সংঘর্ষে বেসামরিক হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মং বলেন, দুই পক্ষ অপ্রত্যাশিতভাবে মুখোমুখি হয়ে পড়ায় সংঘর্ষ বাঁধে। মিয়ানমার সেনাবাহিনীর দাবি তারা করোনা মহামারীর কারণে একতরফা যুদ্ধ বিরতি পালন করছে। শান রাজ্যও এই যুদ্ধবিরতির আওতায়। ৩১ আগস্ট পর্যন্ত যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। তবে বিভিন্ন এলাকায় সেনা টহল চলছে বলে সেনবাহিনীর জনসংযোগ বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন জানিয়েছেন। দ্য ইরাবতী. এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।