Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঠিয়ায় করোনায় আক্রান্ত প্রথম এক নারীর মৃত্যু

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ৫:০০ পিএম

পুঠিয়ায় করোনায় আক্রান্ত মঞ্জুলা বেগম (৫৫) নামের প্রথম এক নারীর মৃত্যু হয়েছে। মৃত মঞ্জুরা বেগম উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গাজী সুলতান বলেন, গত ১৭ জুলাই মৃত মঞ্জুরা বেগম অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরে ২২ জুলাই তার করোনা পজেটিভ আসে। পরে রামেক হাসপাতাল থেকে তার পরিবার তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর বাড়িতেই করোনায় পজেটিভ মঞ্জুরা বেগমের চিকিৎসা দেওয়া হচ্ছিল। সোমবার দুপুর সাড়ে তিনটায় মঞ্জুরা বেগম বাড়িতে মারা যান। এবিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান জানান, রাজশাহীর কোয়ান্টাম এর সদস্যদের খবর দেওয়া হয়েছে। কোয়ান্টামের সদস্যদের মাধ্যমে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে এবং স্বাস্থ্য বিধি মেনে তাকে পারিবারিক গোস্থানে দাফন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ