Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজিরপুরে লোকাল বাসের চাপায় ভ্যান চালক নিহত

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ৩:৪০ পিএম | আপডেট : ৫:০৯ পিএম, ২৭ জুলাই, ২০২০

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পাশে নাজিরপুর বাসস্ট্যান্ডে লোকাল বাসের চাপায় ভ্যানচালক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার বেলা ১ টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পূর্ব বানিয়ারী গ্রামের ছবেদ আলী হাওলাদারের ছেলে গাউস হাওলাদার (৫৫) দিঘীরজান থেকে সিমেন্ট বোঝাই করে নাজিরপুর বাসস্ট্যান্ডের সামনে আসা মাত্র শৈলদাহ, পাটগাতি থেকে পিরোজপুরগামী আসা (চুয়াডাঙ্গা-ব-০০৩) নং ঘাতক লোকাল বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত পিরোজপুরের দিকে চলে যায়। এসময় ছবেদ আলী হাওলাদারের ছেলে ভ্যানচালক গাউস হাওলাদার (৫৫) পাশে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ওয়ালের পাশে গিয়ে পরে থাকে। সাথে সাথে স্থানীয় কয়েকজন যুবক তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ভ্যানচালকের তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, এই ঘটনার পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং হাসপাতালে যাই, মৃত. ভ্যানচালককে দেখলাম এবং আমরা আইনগত যা যা প্রক্রিয়া আছে সেগুলো সম্পন্ন করবো, তারা যদি অভিযোগ দেয় সাথে সাথে আমরা মামলা নেবো। তবে ঘাতক বাস ও ড্রাইভারকে আমরা আটক করতে পারি নাই।



 

Show all comments
  • সঞ্জয় কান্তি মণ্ডল ২৭ জুলাই, ২০২০, ৩:৫০ পিএম says : 0
    বাসের যেহেতু নাম্বার জানা ওকে ধরতে অসুবিধা কোথায়?
    Total Reply(0) Reply
  • Apu baral ২৭ জুলাই, ২০২০, ৪:২৫ পিএম says : 0
    ১০ লাক টাকা জরিপানা চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ