Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় একদিনে ভারতে সর্বোচ্চ আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ১০:২৯ এএম

ভারতে প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। গতকাল সেদেশের প্রধানমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন করোনা মোটেও দুর্বল হয়নি। তাই সবাইকে সতর্ক করে বলেছেন যে সব অঞ্চলে লকডাউন হচ্ছে সেখানে জনগণ যেনো পুরোপুরি মেনে চলেন। সংক্রমণ বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গেও লকডাউন চলছে।

এদিকে সোমবার ভারতে প্রথমবার একদিনে ৫০ হাজারের বেশি মানুষ কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটির অনলাইন সংস্করণের হিসাব অনুযায়ী, সোমবার সকাল নাগাদ মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, আক্রান্ত ও মৃতের তালিকায় তিন নম্বরে থাকা ভারতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৩২ হাজার ৮১২ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৭৩৫ জন।

শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪৩ লাখ ৭১ হাজার ৫০০ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৮৪৫ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৯০ হাজার ১২৯ জন।

নতুন এই রোগটি থেকে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত সেরে উঠেছেন এক কোটি ৩৭ হাজার ৬৩৭ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৫১ হাজার ৬৭৪ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৪ লাখ ৫ হাজার ২০৪ জন।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ১২ হাজার ৪৮৫ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ২৬৯ জন।

পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৪ লাখ ৪৫ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৬ হাজার ৭৬৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ