Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দেশে করোনায় মৃত্যুবরণকারী অধিকাংশ ষাটোর্ধ্ব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ৯:৩১ এএম

বিশ্বের অধিকাংশ দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম হলেও প্রথম প্রথম যে আতঙ্ক ছিলো তা বর্তমানে অনেকাংশে কেটে গেছে। আর এ কারণে মানুষ অবাধে চলাচল করছে। বিষেজ্ঞরা বলছেন, আর এতে করে মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।

দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২৮ জনে। আর এর মধ্যে ১৩৩৩ জনেরই বয়স ৬০ এর বেশি। মৃত্যুর হার ১.৩১ শতাংশ। রোববার নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা।
এ নিয়ে মোট সনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। সংক্রমণের হার ২২.৫৭ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট সংক্রমণের হার এখন প্রায় ২০.০১ শতাংশ। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা এক লাখ ২৩ হাজার ৮৮২৷ সুস্থ হওয়ার হার প্রায় ৫৪.৪৪ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ