মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
থাইল্যান্ডের কাছে মালয়েশিয়া উপকূলে ২৪ জন রোহিঙ্গাকে বহন করা একটি নৌকা নিখোঁজ হয়েছে। উপকূলে বেঁচে ফেরা এক রোহিঙ্গার বরাত দিয়ে রোববার মালয়েশিয়ার কোস্টগার্ড তথ্য জানিয়েছে। মালয়েশিয়ার উত্তরের রাজ্য কেদাহ ও পেরলিসের কোস্টগার্ড প্রধান মোহাম্মদ জাওয়াউই আব্দুল্লাহ জানিয়েছেন, অবকাশযাপন দ্বীপ লাংকাউই উপকূলে নুর হোসেইন নামে ২৭ বছরের এক রোহিঙ্গা সাতরে আসে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি বলেন, ‘পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই অবৈধ রোহিঙ্গা শরণার্থী নৌকা থেকে লাফিয়ে পড়েছিল। সেখানে আরও ২৪ জন ছিল। একমাত্র সেই সাতরে নিরাপদে উপকূলে পৌঁছতে পেরেছে।’ ওই রোহিঙ্গার কাছ থেকে তথ্য পাওয়ার পরপর উদ্ধার অভিযান চালানো হয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।