Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দু বৃদ্ধের অন্ত্যেষ্টি করলেন আসিফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ১২:০২ এএম

লকডাউনের মধ্যে সম্প্রীতি নজির গড়ল ভারতের কর্নাটকের এক গ্রাম। মেঙ্গালুরুর ওই এলাকায় ৬২ বছরের বৃদ্ধ ব্রাহ্মণের মৃত্যু হয়েছিল বার্ধক্যজনিত কারণেই। কিন্তু পরিবারের কেউই সেই বৃদ্ধের দেহ চোখে একবার দেখতেও রাজি হননি। সেই মুহূর্তে বৃদ্ধের শেষকৃত্যে এগিয়ে এলেন এলাকার মুসলিম এক সমাজসেবক। বৃহস্পতিবার তার চেষ্টাতেই শেষ মহূূর্তে বৃদ্ধের লাশের গতি হলো। জানা গেছে, বিনোভা কেটি মোহাম্মদ আসিফ নামে ওই ব্যক্তি বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করেছেন। হিন্দু রীতি মেনে মুখাগ্নি ও ছাই সংগ্রহ করে উদ্দিনাহিথলুর কাছে ভাদাভান্দেশ্বরা মন্দিরের কাছে সমুদ্রের পানিতে সেই ছাই বিসর্জন দিয়েছেন আসিফ। বৃদ্ধের শেষ ইচ্ছে ছিল যে তার শরীরের শেষ অংশটুকু যেন ওই সমুদ্রের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু করোনার ভয়ে পরিবারের কেউই তার লাশ ছোঁয়া তো দ‚রের কথা, একবার দেখতেও রাজি হননি। বৃদ্ধ অবিবাহিত ছিলেন, তার চার ভাইবোন রয়েছেন। তাদের প্রত্যেকের সঙ্গেই যোগাযোগ করা হয়, কিন্তু কেউই শেষকৃত্য করতে রাজি ছিলেন না। শ্মশানেও লাশ নিয়ে যেতে অস্বীকার করেন তারা। টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্প্রীতি-নজির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ