মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ উলদ আবদুল আজিজ বলেছেন, মিথ্যা কথা বলা ও মানুষ হত্যা ছাড়া ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অন্য কোনো কাজে বিশেষজ্ঞ নন। সম্প্রতি আফ্রিকায় নেতানিয়াহুর সফরের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। মিসরের বিখ্যাত দৈনিক আল-আহরামকে দেয়া এক সাক্ষাৎকারে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক রেখে তার দেশের কোনো লাভই হয়নি এবং আরব-আফ্রিকান এই দেশের রাজধানী নোয়াকশুতে ইসরাইলি দূতাবাস থাকার কোনো যুক্তি নেই। তিনি আরো বলেন, আফ্রিকায় ইহুদিবাদী ইসরাইলের তৎপরতা মোকাবিলা করা আমাদের সবার দায়িত্ব। কারণ, ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখার চেয়ে আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখার মধ্যেই আফ্রিকার অভিন্ন স্বার্থ অনেক বেশি রয়েছে। মৌরিতানিয়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখার অভিজ্ঞতা অর্জন করেছে এবং এ সম্পর্ক রেখে আমাদের দেশ কোনোভাবেই উপকৃত হয়নি। মিথ্যাচার ও মানুষ হত্যা ছাড়া অন্য কোনো কাজে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দক্ষতা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।