Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাওনার দাবিতে বিসিবিতে নালিশ

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : শর্ত অনুযায়ী প্রিমিয়ার ডিভিশনে খেলোয়াড়দের পাওনা তিন কিস্তিতে ক্লাবগুলোর বুঝিয়ে দেয়ার কথা। আর মাত্র ২ দিন পর শেষ কিস্তির টাকা পরিশোধ করতে হবে ক্লাবগুলোকে। অথচ, প্রথম কিস্তির ৩০ শতাংশের বাইরে এক কানাকড়িও টাকা পায়নি বুঝে ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। ঈদুল ফিতরের আগে দ্বিতীয় কিস্তির ৩০ শতাংশ টাকা বুঝিয়ে দেয়ার আশ্বাস দিয়েও কথা রাখেনি ব্রাদার্স ইউনিয়ন। সে কারনেই অনোন্যপায় হয়ে ভিক্টোরিয়া, সিসিএস এবং কলাবাগান একাডেমীর মতো ব্রাদার্সের সিনিয়র ক্রিকেটাররা গতকাল বিসিবি’র সিইও’র কাছে করেছেন নালিশ। শাহরিয়ার নাফিস সে অভিযোগের কথাই বলেছেনÑ‘যেখানে এই সময়ের মধ্যে আমাদের শতভাগ পেমেন্ট পাওয়ার কথা, সেখানে আমরা পেয়েছি মাত্র ৩০ শতাংশ। সর্বশেষ কিস্তি তো দূরের কথা, এখন পর্যন্ত আমরা দ্বিতীয় কিস্তির পাওনা পাইনি। আমরা প্লেয়াররা সবাই এক হয়ে ব্যাপারটা সিইওকে জানালাম। কারণ এই বছর বিসিবি এ ব্যাপারে অনেক কঠোর ছিল। তারা আমাদের কথা দিয়েছিল কোনো কারণে ক্লাব বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হলে বিসিবি এই ব্যাপারে পদক্ষেপ নিবে। ঈদের আগে বিসিবি পদক্ষেপ নিয়ে দুটি ক্লাবের বকেয়া পরিশোধ করে দিয়েছে। আমাদের যেহেতু ৭০ ভাগ পেমেন্ট বাকি এবং প্রায় শতভাগ পেমেন্ট দেওয়ার ডেডলাইন শেষ। তাই এই ব্যাপারটাই আমরা সবাই এক সঙ্গে বিসিবির কাছে তুলে ধরেছি। তাছাড়া ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোন উত্তর পাওয়া যাচ্ছে না। রোজার ঈদের আগে তারা আশ্বাস দিয়েছিলেন, ঈদের পর তারা এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। কিন্তু ঈদ শেষ হয়েছে অনেক দিন হয়ে গেছে। এখন পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানা সম্ভব হয়নি।’ ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেটারদের নালিশ শুনে তাদেরকে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ‘ব্রাদার্সের ক্রিকেটাররা আজ এসেছিলেন আমাদের কাছে। পেমেন্ট নিয়ে সমস্যার কথা জানিয়েছেন। আমরা কথা দিয়েছি ব্যবস্থা নেওয়ার। এর আগেও দুটি ক্লাবের সমস্যা আমরা সমাধান করেছি। এরপর ভিক্টোরিয়া ও আজকে ব্রাদার্সের সমস্যার কথা জানলাম। ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাওনার দাবিতে বিসিবিতে নালিশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ