Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএসজেসি ক্রিকেট

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আগামী ৩০ আগস্ট থেকে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)-র ব্যবস্থাপনায় শুরু হচ্ছে ২য় ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সিক্স-এ সাইড এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ১৫ আগস্টের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানের এন্ট্রি বিএসজেসি’র কার্যালয়ে অথবা এই ই-মেইলে এন্ট্রি পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে বিএসজেসি- ংরংধসর৭২@ুধযড়ড়.পড়স , নধনষড়ড়সড়হঃু@ুধযড়ড়.পড়স। প্রতি দলে ১০ (দশ) জন খেলোয়াড় থাকবে। তবে প্রতি ম্যাচে মাঠে ৭ (সাত) জন খেলোয়াড় খেলবে। কোনো দল চাইলে ০১ (এক) জন অতিথি খেলোয়াড় হিসাবে অন্য কোনো মিডিয়া হাউজে কর্মরত কোনো সংবাদ কর্মীকে খেলাতে পারবে। অতিথি খেলোয়াড় হিসেবে জাতীয় দল, সাবেক জাতীয় দল, প্রিমিয়ার লিগ অথবা প্রথম বিভাগ লিগের খেলোয়াড় খেলাতে পারবে। প্রথম বিভাগ লিগের নিচে কোনো খেলোয়াড় অতিথি খেলোয়াড় হিসেবে খেলানো যাবে না। তবে অতিথি খেলোয়াড় এক দলে একবার খেললে সে আর অন্য কোনো দলে খেলতে পারবেন না। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ৫০ হাজার এবং রানার্স আপ দল ৩০ হাজার টাকা প্রাইজ মানি পাবে। অংশগ্রহণকারী প্রতিটি দলকে জার্সি ছাড়াও দুটি (০২) ব্যাট ও দুটি (০২) বল প্রদান করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসজেসি ক্রিকেট

৩ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ