Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ বছর পর ডিআরইউএ ফিরছে ফুটবল

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দীর্ঘ ৬ বছর বিরতি দিয়ে আবারও ফুটবলে ফিরছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’তে। আগামী ১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ইনডোরভিত্তিক এবারের টুর্নামেন্ট। আগ্রহী গণমাধ্যম প্রতিষ্ঠানকে প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে গতকাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে রিপোর্টারদের প্রিয় এই সংগঠন। বিজ্ঞপ্তিতে আগামী ১৮ আগস্টের মধ্যে ১০ সদস্যের (৮ জন খেলোয়াড় ১ জন কোচ ও ১ জন ম্যানেজার) তালিকা প্রতিষ্ঠানের প্যাডে ডিআরইউ কার্যালয়ে জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। অংশগ্রহণকারী প্রতিটি দল একজন করে অতিথি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। অতিথি খেলোয়াড়কে অবশ্যই ডিআরইউ সদস্য হতে হবে। খেলোয়াড় তালিকার সাথে কোচ ও ম্যানেজারের মোবাইল নম্বর এবং ই-মেইল নম্বর অবশ্যই দিতে হবে। আগামী ১৮ আগস্টের পর কোনোভাবেই এন্ট্রি গ্রহণ করা হবে না। ২০ আগস্ট অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে গ্রæপিং ও বাইলজ চ‚ড়ান্ত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৬ বছর পর ডিআরইউএ ফিরছে ফুটবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ