Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার শিকাগোতে কলম্বাসের দু’টি ভাস্কর্য অপসারণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ১:৪৫ পিএম

ডেট্রয়েটের পর এবার শিকাগোতে কলম্বাসের দু’টি ভাস্কর্য অপসারণ করা হয়েছে। শিকাগোতে বিক্ষোভকারীদের দাবির মুখে গত শুক্রবার ক্রিস্টোফার কলম্বাসের দু’টি ভাস্কর্য অপসারিত হয়েছে। এর আগে গত মাসের ১৫ তারিখ মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে কলম্বাসের আবক্ষ ভাস্কর্যটি অপসারণ করা হয়।- সিএনএন ও রয়টার্স
শিকাগোর মেয়র লরি লাইটফুট জননিরাপত্তার স্বার্থে ভাস্কর্যগুলো অপসারণ করার নিদের্শ দিয়ে বলেন, পরবর্তীতে এসব ভাস্কর্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরা বহুদিন ধরেই এসব ভাস্কর্য অপসারণের দাবি জানিয়ে আসছেন। এদিকে সিয়াটলের মেয়র জেনি ডুরকান তার শহরে ফেডারেল বাহিনী পাঠানোর বিরোধিতা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ