Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের আনন্দ আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ১১:১২ এএম

ঈদুল আজহা উপলক্ষে বৈশাখী টেলিভিশনের ৭ দিনব্যাপী ঈদ আনন্দ আয়োজনে থাকছে ১৫টি নতুন নাটক, ১৪টি সিনেমাসহ নানা অনুষ্ঠান। নাটকগুলোর মধ্যে ৯টি একক এবং ৬টি বিশেষ ধারাবাহিক। ঈদের বিশেষ একক নাটকগলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১০ মিনিটে। নাটকগুলো হলো-টিপু আলম মিলনের গল্পে ‘বেবী লাভ’, অভিনয়ে: ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, সোলায়মান খোকন, আফরোজা হেসেন, আদৃতা প্রমুখ। চিত্রনাট্য ও পরিচালনা মারুফ মিঠু। আল হাজেন পরিচালিত ‘ছোট ভাই’। অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, তানিয়া বৃষ্টি, রাশেদ সীমান্ত, জয়রাজ, মুনিরা মিঠু প্রমুখ। গল্প: টিপু আলম মিলন, রচনা: সুবাতা রাহিক জারিফা। আদিবাসী মিজানের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ‘বৃটিশ বুদ্ধি’। অভিনয়ে আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, জামিল হোসেন, তাহলিনা ইসলাম তন্বী, সাঈদুর রহমান পাভেল প্রমুখ। সিদ্দিকুর রহমান, ইশরাত ইশা, শফিক খান দিলু, অধরা সুরসী, সাথী, নাফিজা জাহান, উত্তম প্রমুখ অভিনীত ‘ইনহাউজ প্রোডাকশন’। রচনা ও পরিচালনা সিদ্দিকুর রহমান। আনিসুর রহমান মিলনের রচনা ও পরিচালনায় ‘গালিবের গপ্পো’। এ নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও শবনম ফারিয়া। আ খ ম হাসান, নাজিয়া হক অর্ষা, সাব্বির আহমেদ, তানিয়া সুলতানা øেহা, মাসুদ হারুন অভিনীত ‘ডার্লিং পয়েন্ট’। গল্প: টিপু আলম মিলন, চিত্রনাট্য: মানস পাল, পরিচালনা: মুজিবুল হক খোকন। হারুন রুশোর রচনা ও পরিচালনায় ‘ওল্ড বাইক’। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, নাদিয়া নদী, কাজী উজ্জল, আফরোজা হোসেন, জান্নাত বিনতে মাওলা ও মিরাক্কেলের কায়কোবাদ প্রমুখ। ঈদের ৭ পর্বের ৭টি বিশেষ ধারাবাহিক নাটক হলো টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘ধান্দা বাবা’, টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্য, আল হাজেনের পরিচালনায় ‘জামাই বাজার-২’, জাকির হোসেন উজ্জলের চিত্রনাট্যে, টিপু আলম মিলনের গল্পে, আহমেদ রোহান রুবেল ও হানিফ খানের পরিচালনায় ‘বুড়া জামাই’, আল হাজেনের পরিচালনায় ‘শিয়াল বাড়ি’। গল্প: টিপু আলম মিলন, চিত্রনাট্য: জাকির হোসেন উজ্জল, টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্য ফরিদুল হাসানের পরিচালনায় সুন্দরী ‘বাঈদানী’ এবং জাকির হোসেন উজ্জলের রচনায়, এস এম শাহীনের পরিচালনায় ‘আয়নামতির সংসার’। এসব নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় সব তারকা। প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিট এবং রাত ১২টায় ঈদের ৭ দিন প্রচার হবে ১৪টি বাংলা সিনেমা। সিনেমাগুলো হলো- বদিউল আলম খোকন পরিচালিত ‘বস নাম্বার ওয়ান’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাস্তানের ওপর মাস্তান’, একে সোহেল পরিচালিত ‘খায়রুন সুন্দরী’, মনোয়ার খোকন পরিচালিত ‘প্রেম সংঘাত’, এফ আই মানিক পরিচালিত ‘আমার স্বপ্ন আমার সংসার’, মালেক আফসারী পরিচালিত ‘মরণ কামড়’, অপূর্ব রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’, জাকির হোসেন রাজু পরিচালিত ‘স্বামীর সংসার’, আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত ‘রঙিন রসের বাঈদানী’, শাহীন সুমন পরিচালিত জমিদার, ছটকু আহমেদ পরিচালিত সত্যেও মৃত্যু নেই, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘রিক্সাওয়ালার ছেলে’, মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’ এবং রাজু চৌধুরী পরিচালিত ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’। এছাড়াও থাকছে জনপ্রিয় শিল্পীদের নিয়ে বৈশাখীর সকালের গান, গানে গানে ঈদ আনন্দ, মমতাজ, দিলরুবা খান, আলমগীর হক, অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের অংশগ্রহণে ‘প্রিয় শিল্পীর সেরা গান’, চলচ্চিত্রের গান নিয়ে শুধু সিনেমার গান, নাটকের গান, বিশেষ সংগীতানুষ্ঠান ঈদ ধামাকা, নাটকের হাস্য রসের দৃশ্য নিয়ে ফানি মোমেন্ট, বিশেষ মেগাজিন অনুষ্ঠান দ্বারা দিয়া কর্তৃক-২ ও সকল চরিত্র কাল্পনিক-২ সহ নানা আয়োজন। ঈদ অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশীয় সংস্কৃতির কথা চিন্তা করে প্রতি ঈদেই বৈশাখী টেলিভিশন তার জনপ্রিয়তা ধরে রাখতে অনুষ্ঠান সাজিয়ে থাকে। এবারও তার ব্যত্যয় হবে না সে কথা নির্দ্বিধায় বলতে পারি। তবে করোনা ভাইরাসের মহামারিতে আমাদের সীমাবদ্ধতার কথাও ভাবতে হবে। ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারিনি। এরপরও আমাদের মূল লক্ষ্য দর্শকদের বিনোদন দেওয়া। এ ব্যাপারে আমরা যথেষ্ট চেষ্টা করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ