Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডের ‘বর্ষসেরা’ হেন্ডারসন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ১২:০১ এএম

লিভারপুলের ৩০ বছরের অপেক্ষার অবসানে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ শিরোপা জেতায় রেখেছেন গুরুত্বপ‚র্ণ অবদান। এর একটা স্বীকৃতি পেলেন জর্ডান হেন্ডারসন। ফুটবল লেখকদের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুল অধিনায়ক।
এক চতুর্থাংশেরও বেশি ভোট পেয়ে গতকাল ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন ৩০ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার। সেরা পাঁচে আছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন, ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র‌্যাশফোর্ড এবং লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও সাদিও মানে।
এ মাসের শুরুতে চোট নিয়ে ছিটকে যাওয়ার আগে এবারের প্রিমিয়ার লিগে হেন্ডারসন খেলেন ৩০ ম্যাচ। গোল করেন চারটি। বর্ষসেরার পুরস্কার জয়ের পর তিনি কৃতজ্ঞতা জানালেন লিভারপুল সতীর্থদের প্রতি, ‘অনেকের কাছে আমি ঋণী। সবচেয়ে বেশি ঋণী ক্লাবের সতীর্থদের কাছে। আমার সঙ্গে তাদের প্রত্যেকেই এই পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষসেরা-হেন্ডারসন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ