Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কোভিড রাজনীতি’কে কোয়ারেন্টাইনে রাখুন : ডব্লিউএইচও প্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ৪:০৬ পিএম

‘কোভিড রাজনীতি’কে কোয়ারেন্টাইনে রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউএইচও প্রধান

টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। তিনি বলেন, তার সংস্থাকে আক্রমণ করে বিশ্বব্যাপী চলমান কোভিডভাইরাস মহামারীকে রাজনীতিকরণ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কোভিড-১৯ কোনো সীমান্ত, মতাদর্শ বা রাজনৈতিক দল চেনে না। করোনাভাইরাস মানুষের শ্বাসতন্ত্রের ওপর আঘাত হানে এবং তা রাজনীতি ও বিভক্তি সৃষ্টির অপচেষ্টা এই বিষয়টির অবনতি ঘটাচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি ডব্লিউএইচও প্রধানের ‘চাকরি খাওয়ার’ অভিযোগ এনে বলেন তার চাকরি খেতেও আমরা চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। এর প্রতিক্রিয়ায় টেড্রস বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও অগ্রহণযোগ্য এবং আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন।

টেড্রস বলেন, তার সংস্থার একমাত্র লক্ষ্য মানুষের জীবন রক্ষা করা। তিনি বলেন, এ ধরনের মন্তব্যে বিভ্রান্ত হবেন না এবং গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ও এ ধরনের মন্তব্যে বিভ্রান্ত হোক তা জাতিসংঘ চাইবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ