মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পবিত্র মসজিদ আল আকসা শহরে অব্যাহত জুলুম করছে ইহুদিবাদী ইসরায়েল। ইহুদিদের দখলদারিত্ব থেকে আল আকসা শহরকে রক্ষা করতে তাদের সমর্থন করার প্রতি বিশ্ব ওলামায়ে কেরামের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব মুসলিম ওলামা সংঘ। -আনাদুলু এজেন্সি
সংস্থাটির সভাপতি আহমাদ আর রায়সুনি বলেন, জেরুসালেম ইস্যুতে সমস্ত মুসলিমকে তাদের ভূমিকা সম্পর্কে অবহিত করা বিশ্ব ওলামায়ে কেরামের কর্তব্য। তিনি বলেন, আলেমদের আন্দোলন পুরো জাতিকে আন্দোলিত করবে, আল আকসা ও আল কুদস ইস্যু সময়ের সময়ের দাবি। এটাতে অলসতা কাম্য নয়। আল আকসা ও আল কুদস মুসলিম উম্মাহর কাছে মহান আল্লাহ তায়ালার আমানত- এজন্য এদুটির সাহায্য করা তাদের ওপর অবশ্যকর্তব্য বলেও মনে করেন আন্তর্জাতিক ইসলামিক এ স্কলার।
উপসাগরীয় রাষ্ট্রগুলোর সংস্থা ‘অ্যাসোসিয়েশন অফ শরিয়া স্কলার্স’ এর সভাপতি অজিল আল-নাশমিও এসব বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মুসলিম উম্মাহ আজও বেঁচে আছে, মুসলিম উম্মাহর পারস্পরিক ঐক্য ও ওলামায়ে কেরামের সঙ্গে তাদের সম্পর্ক প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। কেননা, ওলামায়ে কেরামের নির্দেশনায় তারাই ইসরায়েলি জালিমদের ভীত কাঁপিয়ে দিতে পারে। আবারও মুসলমানদের করতলগত হতে পারে আল আকসা মসজিদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।