Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে পদ্মানদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার!

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ৯:০৯ পিএম

নাটোরের লালপুরে পদ্মানদী থেকে নাম পরিচয়হীন অজ্ঞাত এক যুবকের (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে লালপুরে পদ্মানদীর রামকৃষ্ণপুর দামস থেকে ভাসমান অজ্ঞাত এই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় উজান থেকে কচুরিপানার সাথে অজ্ঞাত এই লাশটি ভেসে এসে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় আটকে যায়। লাশের মাজায় দড়ি দিয়ে একটি বাঁশের সাথে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে কে বা কারা যুবককে হত্যার পর বাঁশের সাথে বেঁধে নদীতে ফেলে দেয়। লাশের পরনে ফুলপ্যান্ট থাকলেও গায়ে কোন বস্ত্র ছিলো না। পরে স্থানীয়রা পুলিশে খবর দিল রাতে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার ওসি সেলিম রেজা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, 'নদীথেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় মেলেনি। ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ