মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনা ভিডিও অ্যাপ টিকটক-কে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান। ‘অনৈতিক কনটেন্ট’ ছড়ানোর দায়ে প্রতিষ্ঠানটিকে শেষবারের মতো এই বার্তা দেয়া হয়েছে। একই অভিযোগে এরইমধ্যে দেশটিতে আরেকটি অ্যাপও ব্লক করে দিয়েছে কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের নিরাপত্তাসহ নানা সমস্যার কারণে এর আগে অস্ট্রেলিয়া, ভারত ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও টিকটকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি পিটিএ এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘অনৈতিক’ কন্টেন্ট প্রচারের কারণে তারা টিকটককে সতর্ক করছে। পাশাপাশি, আরেকটি অ্যাপ ‘বিগো লাইভ’ ব্লক করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অশ্লীল ও অনৈতিক কন্টেন্টের প্রচার থামাতে অবিলম্বে জোরদার পদক্ষেপ নিতে হবে টিকটককে। এটাই টিকটকের উদ্দেশ্যে পিটিএ-র চূড়ান্ত সতর্কবার্তা। একই কারণে বিগো অ্যাপ ব্লক করা হয়েছে। দুনিয়াজুড়ে মোট ২০০ কোটি বার ডাউনলোড করা হয়েছে টিকটক অ্যাপটি। গত বছর পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে ভারতের একটি আদালত সেখানে অ্যাপটি কিছুদিনের জন্য নিষিদ্ধ করে। ডিডব্লিউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।