বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাটে নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য জানান।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো
৬৫১ জনে।
জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ঢাকায় পাঠানো ১০৬ জনের নমুনার পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ২৩ জনের রিপোর্ট পজেটিভ বলে জানা গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৬৫১ জন। করোনা যুদ্ধে জয় লাভ করায় এ পর্যন্ত জেলায় করোনা মুক্ত হয়েছেন ৪১২ জন।
গত ১৬ এপ্রিল জয়পুরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে ২০ জুলাই পর্যন্ত জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৬২৮ জনের। নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগী দাঁড়ালো ৬৫১ জনে। করোনা যুদ্ধে জয়লাভ করায় এ পর্যন্ত জেলায় করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে ৪১২ জনকে।
জয়পুরহাট জেলায় এ পর্যন্ত মোট করোনা পরীক্ষা করা হয় ৮ হাজার ৯৯৬ জনের। এর মধ্যে পজেটিভ শনাক্ত হয় ৬৫১ জনের। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন দু'জন।
আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা বর্তমানে ভাল বলে জানান সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।