Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিনে সিলেটে করোনা আক্রান্ত ১৫৬, মৃত্যু ৩ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১:৪৫ পিএম

সিলেট বিভাগে একদিনে আরও ১৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৯১, হবিগঞ্জে ১৫, মৌলভীবাজারে ২৮ ও সুনামগঞ্জে ২২জন। এই মুহূর্তে বিভাগজুড়ে আক্রান্তেও সর্বশেষ সংখ্যা ৭০৪৬ জন। গতকাল বিভাগে আরও তিনজনের মৃত্যু হয়েছে করোনায়। মৃত্যুর সংখ্যা এখন ১২৪ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, আজ বুধবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগে আক্রান্ত ৭০৪৬ জন। এরমধ্যে সিলেট ৩৭১৩, মৌলভীবাজার ৮৯৮, সুনামগঞ্জ ১৩৪৪ ও হবিগঞ্জে ১০৯১ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে আজ পর্যন্ত ভর্তি আছেন ২২৪ জন হাসপাতালে। এর মধ্যে সিলেটে ৮৮, মৌলভীবাজার ২৮, সুনামগঞ্জে ৫১ ও হবিগঞ্জে ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৬ জন। এর মধ্যে সিলেটে ১২, মৌলভীবাজার ১৫, সুনামগঞ্জে ১১ ও হবিগঞ্জে ৮ জন। এ পর্যন্ত ২৯০১ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৯৪১, মৌলভীবাজারে ৪৫৮, সুনামগঞ্জে ৯৯৬ ও হবিগঞ্জে ৫০৬ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রর মতে, গত ১০ মার্চ হতে আজ সকাল ৮টা পর্যন্তস বিভাগে ১৬৩৪৬ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে। ১৫৭৬৪ জনকে দেয়া হয়েছে ছাড়পত্র। বর্তমানে ৫৮২ জন অবস্থান করছেন হোম কোয়ারেন্টিনে। এর মধ্যে সিলেটে ৩৮২, মৌলভীবাজারে ৯০, হবিগঞ্জে ৬১ ও সুনামগঞ্জে ৪৯ জন। আজ পর্যন্ত বিভাগের ৩৩৬ জন কোয়ারেন্টিনরত আছেন হাসপাতালে। এর মধ্যে সিলেটে ৮৩, মৌলভীবাজারে ৬৮ সুনামগঞ্জে ৪২ ও হবিগঞ্জে ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা গেছেন ৩জন। এর মধ্যে সিলেটের ১ ও হবিগঞ্জের ২ জন। নতুন এই ৩ জনকে নিয়ে বিভাগে মত্যুর সংখ্যা এখন দাঁড়ালো ১২৪ জন। এর মধ্যে সিলেট ৯১, মৌলভীবাজারে ১০, সুনামগঞ্জে ১৩ ও হবিগঞ্জে ১০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ